ভূমিকাঃ

লিচু বাংলাদেশের একটি জনপ্রিয় ও সুস্বাদু ফল। বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় অধিক লিচু উৎপন্ন হয়। এতে প্রচুর পরিমানে শর্করা, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ,ভিটামিন বি ও ভিটামিনসি রয়েছে।

জাতঃ

বোম্বাই হলো দেশের পুরনো উচ্চ ফলনশীল লিচু জাত। এছাড়া অন্যান্য জাতের মধ্যে চায়না-৩, বেদানা, চায়না-২, রাজশাহী, মাদ্রাজী, মঙ্গলবাড়ী, কদমী, কালীপুরী এবং মুজাফফরপুরী উলে­খযোগ্য । বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট বারি লিচু-১, ২, ৩, ৪ ও ৫ নামে পাঁচটি লিচুর জাত অবমুক্ত করেছে। এ জাত গুলোর মধ্যে বারি লিচু-৪ জাতটি ফলের আকার, শাঁস, রং, মিষ্টতা এবং ফলনের দিক থেকে অন্যান্য জাতের তুলনায় ভালো।

জলবায়ূ ও মাটিঃ

কাজ চলছে